পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (Teacher Eligibility Test)
ভূমিকা:
RTE, 2009 এবং NCTE-এর কটি নিয়মের ফাঁসে এ রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে চাকুরিপ্রার্থী ছাত্রছাত্রীদের বিভ্রান্তিকর অবস্থা সন্দেহ নেই। মূলত বিদ্যালয়ে প্রবেশের ন্যূনতম যোগ্যতা স্বরূপ টেট (TET-Techer: Eligibility Test) পরীক্ষা পাশ নিঃসন্দেহে একটি জটিল পরীক্ষা। এমতাবস্থায় রাজ্যের আসন্নপ্রাইমারী শিক্ষকশিক্ষিকা নিয়োগের টেট পরীক্ষায় সঠিক এবং পরিপূর্ণ প্রস্তুতির উদ্দেশ্যে আমরা কিছু Study Materials প্রদানকরতেচলেছি। এখানে সিলেবাসভিত্তিক এবং ধারণাসৃষ্টিভিত্তিক করার চেষ্টা হয়েছে। যে ধারণার উপরে ছাত্রছাত্রীরা নিজেরা বিকল্প চয়ন প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে। আলাদা করে শুধুমাত্র বিচ্ছিন্নরূপে বিকল্প চয়ন প্রশ্নের মুখস্ত করার প্রয়োজন হবে না। পরিবর্তে ছাত্রছাত্রীদের আমাদের অনুরোধ যে নিজের বুদ্ধির উপর নির্ভরতা বাড়িয়ে টেট এর বিষয়সমূহের প্রয়োগমূলক দিক সমূহকে বিকল্প চয়ন প্রশ্নের উত্তরের মধ্যে উন্মেষ ঘটানো।
পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (Teacher Eligibility Test) হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) কর্তৃক পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটি মূলত রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে (ক্লাস ১ থেকে ৫) শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নেওয়া হয়। টেট পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের শর্ত হিসেবে ডি.এল.এড. (Diploma in Elementary Education) ডিগ্রি থাকতে হয়। এছাড়া, প্রার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে নির্দিষ্ট ন্যূনতম নম্বর অর্জন করা প্রয়োজন।
সাম্প্রতিক সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক পদের জন্য B.Ed ডিগ্রি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ, পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণের জন্য বি.এড ডিগ্রি একটি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে না।
এই পরীক্ষা মূলত পাঁচটি বিষয়ে বিভক্ত: শিশু বিকাশ ও পেডাগজি, প্রথম ভাষা (বাংলা), দ্বিতীয় ভাষা (ইংরেজি), গণিত এবং পরিবেশ বিজ্ঞান। ১৫০ নম্বরের এই পরীক্ষায় প্রতিটি বিষয় থেকে ৩০টি করে এমসিকিউ (MCQ) প্রশ্ন থাকে, এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হয়। পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই, যা প্রার্থীদের জন্য একটি ইতিবাচক দিক।
প্রতি বছর লক্ষাধিক প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই পরীক্ষা উত্তীর্ণ হলে, প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার জন্য যোগ্য বলে বিবেচিত হন এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এটি শিক্ষাক্ষেত্রে চাকরির দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষাটি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি যোগ্য শিক্ষকদের বাছাই করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র একটি পরীক্ষা নয়, বরং রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ Study Materials আছে যেগুলো খুবই উপকারী। এছাড়াও Primary TET এর Previous Year Question Paper গুলো Practice করা খুবই ভালো, কারণ এই প্রশ্নপত্র গুলোর মাধ্যমে পরীক্ষায় কি ধরণের প্রশ্ন আসতে পারে সেটা বোঝা যায়।