B.ed 1st Semester Suggestion and Answers | Contemporary India and Education | Course-1.1.2 1st Half

 ভূমিকা: 

   Baba Saheb Ambekar Education University এর B.ed 1st Semester এ শিক্ষামনোবিদ্যা এবং শিক্ষণ পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই Suggestion and Answer গুলি শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। শিক্ষার্থীরা মূল বিষয়গুলোর উপর গভীর জ্ঞান অর্জন করতে পারবে এবং তাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। 


    B.ed 1st Semester এ মোট ৭টি কোর্সের Theory পরীক্ষা দিতে হয়, কোর্সগুলি হল- (i) Childhood and Growing Up (1st Half) (ii) Childhood and Growing Up (2nd Half)  (iii) Contemporary India and Education (1st Half) (iv) Contemporary India and Education (2nd Half) (v) Language Across the Curriculum (vi) Understanding Dicipline and Subjects (vii) Reading and Reflecting on text.


(toc) 


Graphic displaying "B.Ed 1st Semester Suggestions and Answers" for the course on Contemporary India and Education, featuring the university logo.

B.ed 1st Semester Suggestion and Answers 

Contemporary India and Education

Course-1.1.2 (1st Half)


Previous Year Questions:


GROUP-A


1. অপারেশন ব্ল্যাক বোর্ড কী?

2. বিদ্যালয় গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন।

3. শিক্ষায় প্রান্তিকীকরণ কী?

4. শিশুদের মূল্যবোধ বিকাশে পিতা-মাতার দুটি ভূমিকা লিখুন। 

5. শিক্ষায় সমতা বলতে কী বোঝেন?

6.  বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। 

7. ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়?

8. শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লিখুন। 

9. ভারতীয় সংবিধানে যুগ্মতালিকা বলতে কি বোঝায়?

10. পশ্চিমবঙ্গে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। 

11. রাষ্ট্র পরিচালনার যেকোনো দুটি নির্দেশাত্মক নীতি লিখুন। 

12. গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন (1948-49) এর সুপারিশ গুলি উল্লেখ করুন। 

13. উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরদের কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে রাধাকৃষ্ণণ কমিশন (1948-49) দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করুন। 

14. মূল্যবোধ বলতে কি বোঝায়?

15. "Common School System" বলতে কি বোঝায়?

16. মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্য গুলি কী কী?

17. বিদ্যালয় শিক্ষায় মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশন (1964-66l এর যেকোনো দুটি প্রধান সুপারিশ উল্লেখ করুন। 

18. ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যেকোনো দুটি মৌলিক কর্তব্য লিখুন। 

19. বিভিন্ন প্রকার মূল্যবোধ কী?

20. শিক্ষায় দুটি বৈষম্যের উল্লেখ করুন। 

21. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বলতে কি বোঝায়?


GROUP-B 


1. শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধান গুলি সংক্ষিপ্তাকারে আলোচনা করুন। 

2. শিক্ষায় কাঠামো সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের (1964-66) এর সুপারিশ গুলি আলোচনা করুন। 

3. সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে আলোচনা করুন ।

4. ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করুন। 

5. শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করুন। 

6. ভারতীয় সংবিধানে নির্দেশনামূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। 

7. স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। 

8. সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। 

9. POA (Programme of Action-1992) এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলি বিবৃত করুন। 

10. বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি ছিল?

11. জাতীয় শিক্ষানীতি 1986- এর প্রধান বৈশিষ্ট্য গুলি বিবৃত করুন। 


GROUP-C


1. শিক্ষা যুগ্মতালিকাভূক্ত: কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এর প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লিখুন। 

2. জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। 

3. 1984 সালের জাতীয় শিক্ষা নীতির বিশেষ বৈশিষ্ট্য গুলি আলোচনা করুন ।

4. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কী কী? বিস্তারিতভাবে লিখুন। 

5. গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। 

6. শিক্ষায় অসমতা, বৈষম্য ও প্রান্তিকীকরণের কারণ গুলি কী? উপরোক্ত সমস্যা গুলির সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন। 


Solved Answers:


Group-A


1. অপারেশন ব্ল্যাকবোর্ড কী?


উঃ শিক্ষায় দ্রুত এবং সর্বাত্মক সাফল্যের চেষ্টায় জাতীয় শিক্ষানীতি 1986 তে প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটাতে Operation Blackboard কর্মসূচি রচিত হয়েছে। এই পরিকল্পনায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে থাকবে দুই কক্ষের পাকা বাড়ি, দুইজন শিক্ষক (যার মধ্যে একজন শিক্ষিকা)। এছাড়া Blackboard, চক,ডাস্টার, ম্যাপ, চার্ট, শিশুদের খেলার উপযোগী সামগ্রী, ক্যাসেট, টেপরেকর্ডার প্রভৃতি সরঞ্জাম থাকবে। 


2. বিদ্যালয় গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন।


উঃ বিদ্যালয় গুচ্ছের দুটি বৈশিষ্ট্য হল-

  • বিদ্যালয়গুলির মধ্যে বিচ্ছিন্ন মনোভাব দূর করা।
  • বিদ্যালয় গুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা। 

3. শিক্ষায় প্রান্তিকীকরণ কী?

উঃ প্রান্তিকীকরণ হল একটি প্রক্রিয়া যা কোনো বস্তু বা ব্যক্তিকে দলের প্রান্তে সরিয়ে রাখে এবং কম গুরুত্ব দেয়। এটি একটি প্রচলিত সামাজিক ঘটনা যার দ্বারা সংখ্যালঘু বা এই রকম কোন উপদলকে সামাজিক কোনো ব্যপারে অংশগ্রহণে বাধা দেওয়া হয় এবং তাদের চাহিদা ও ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া হয়না। (Marginalization is the process whereby something or someone is pushed to the edge of a group and accorded lesser importance. This is predominantly a social phenomenon by which a minority of subgroup is excluded and their needs and desires ignored.


4. শিক্ষায় সমতা বলতে কি বোঝেন?


উঃ শিক্ষায় সমতা বলতে বোঝায় জাতি-ধর্ম-বর্ণ, সামাজিক মর্যাদা, আর্থিক সঙ্গতি, লিঙ্গ বা অঞ্চল নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের নিজস্ব প্রবনতা ও ক্ষমতা অনুসারে আত্মবিশ্বাসের সুযোগ সৃষ্টি করা এবং রাষ্ট্রের সাধ্য অনুসারে সকলের প্রয়োজনমতো সর্বোত্তম সুযোগ দেওয়ার ব্যবস্থা করা। শিক্ষায় সমসুযোগ সৃষ্টি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক লক্ষ্য। কারণ একমাত্র শিক্ষার মাধ্যমেই পিছিয়ে পড়া শ্রেণী বা বঞ্চিতদের সকলের একসঙ্গে বসানো সম্ভব।


5.  বিদ্যালয়ের পাঠ্যক্রম আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। 


উঃ বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্ব হল -

(a) পাঠ্যক্রমের পুনর্বিন্যাস: বিশ্বশান্তি এবং আন্তর্জাতকতার অনুকূল মনোভাব পড়ার জন্য পাঠ্যক্রম এবং বিভিন্ন বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাসের প্রয়োজন।  ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, গণিত, ভাষা, প্রভৃতির পুনর্বিন্যাস করে এমনভাবে পাঠদান করতে হবে যাতে বিষয় পাঠের মধ্য দিয়ে আন্তর্জাতিক বোধ গড়ে ওঠে। 

(b) পাঠদান: কোনো বিষয় আলোচনাকালে ওই বিষয়ে বিভিন্ন দেশের অবস্থা তুলে ধরা যেতে পারে। পাঠদানের সময় বিশ্ব বাণিজ্য, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে তুলনামূলক আলোচনা, পারস্পরিক নির্ভরশীলতা ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। 


B.ed 1st sem Suggestion and Answers Full PDF Download 


সাজেশন ও উত্তরের PDF নেওয়ার জন্য নিচের Video টি দেখুন। 






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!